top of page
Search
Writer's pictureMd. Alamin Tusher

Travel photography

কোথাও ঘুরতে গেছেন, আর ছবি তোলা হবে না? অসম্ভব! তাই জেনে রাখা ভাল ঠিক কোন বিষয়গুলো মাথায় রাখলে ভ্রমনের সাথে সাথে এর মুহূর্তগুলো আগামী দিনের জন্য ভালভাবে ধরে রাখা সম্ভব। আর এই ভ্রমন যদি হয় শুধু ফটোগ্রাফির জন্যই, তাহলে তো আগে থেকে জেনে নিতেই হবে অনেক কিছু।

প্রথমে আপনার মাথায় রাখতে হবে আপনি কোনটা বেশি গুরুত্ব দেবেন, ছবি তোলা নাকি, স্মৃতিগুলো ধরে রাখা। আর যদি আপনার ট্রাভেল এর মূল কারণ হয় ফটোগ্রাফি তাহলে আপনাকে গুগল করতে হবে কোন জায়গাগুলোতে গেলে আপনি খুব সহজেই খুব ভালো মানের ছবি পাবেন। যেখানে আপনি আপনার মনের মত ছবি গুলো পাবেন সে অনুযায়ী ট্রাভেলের লোকেশন বা স্থান আপনাকে নির্বাচন করতে হবে। সেই সাথে মাথায় রাখতে হবে দিনের কোন সময়টাতে ওই স্থানে গেলে আপনি কি ধরনের ছবি পাবেন, নাকি আপনার বিভিন্ন সময়ে ছবিই প্রয়োজন। সে ক্ষেত্রে সে অনুযায়ী আপনাকে সময় নির্ধারণ করতে হবে। আপনি কতটুকু সময় সেখানে কাটাবেন এবং কি ধরনের ছবি আপনি পাবেন, তাও মাথায় বা খাতায় ছক করে নিতে হবে।



ছবি তোলার মূল বিষয় যেহেতু দৃষ্টিভঙ্গি, তাই সবার ছবি আলাদা হওয়াটাই স্বাভাবিক। তবে, প্রত্যেককে তার নিজের সৃজনশীলতা দিয়েই সেরা ছবিটিকে বের করে আনতে হবে। তবে, আপনি যদি ভালো মানের ল্যান্ডস্কেপ ছবি চান, তাহলে তো অবশ্যই আপনাকে লোকেশনের কথা মাথায় রাখতে হবে।

লাইফস্টাইল ফটোগ্রাফি করতে গেলে আপনার ওই স্থানের মানুষগুলো এবং তাদের সংস্কৃতি সম্পর্কে জানতে হবে। আরো জেনে রাখা ভালো নির্বাচন করা স্থানে কোন সময় পর্যটকের সংখ্যা বেশি হবে, কোন সময়ে কম হবে। অনেক সময় একটা ভালো ছবি নষ্ট করে ফেলে অতিরিক্ত ভিড়।

এবার আসি, ভ্রমণ আলোকচিত্র করার জন্য আমাদের কি ধরনের গিয়ার/ ইকুইপমেন্ট বা উপকরণ লাগবে সে কথায়। বর্তমান সময়ে মোবাইল ফোনের মাধ্যমে বেশ ভালো ছবি তোলা সম্ভব। ভ্রমণের আনন্দঘন মুহূর্তগুলোকে স্মৃতি করে রাখতে আমাদের সবচেয়ে বেশি সাহায্য করে এই স্মার্ট ফোন ক্যামেরা। বর্তমানে বাজারে থাকা স্মার্ট ফোনগুলোতে একাধিক ক্যামেরা সেটআপ থাকে, এর মাধ্যমে আমরা একই সাথে ওয়াইড, পোট্রেট এমনকি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারি। ভালো স্ট্যাবল ছবি পাবার জন্যে ট্রাইপড ব্যাবহার করতে পারি।




ট্রাভেল করার সবসময় মাথায় রাখতে হয় ব্যাগ যেনো ভারী না হয়ে যায়। আর সেই কাজটি সহজ করে দিয়েছে মোবাইল ফোন ক্যামেরা। সাথে অতিরিক্ত একটা পাওয়ার ব্যাংক এর চার্জার রাখলেই যথেষ্ট। তবে আপনি যদি পেশাদার ফটোগ্রাফার হন আর আপনার ট্রাভেল এর মূল উদ্দেশ্যই হয় ছবি তোলা, সেই ক্ষেত্রে আপনাকে আপনার ব্যাগে ক্যামেরা এর জন্যে আলাদা জায়গা তো দিতেই হবে। সেখানেও কিন্তু একটু বুদ্ধি খাটালে ব্যাগের ওজন কমাতে পারবেন।




তেমন কিছু টিপস আপনাদের জন্য:


১. একটি মাত্র ক্যামেরা বডি সাথে নিন, দরকার হলে অতিরিক্ত ব্যাটারি ব্যাকআপ রাখতে পারেন। চার্জার নিতে ভুলবেন না যেন।

২. ল্যান্ডস্কেপ এর জন্যে একটি ওয়াইড লেন্সর সাথে একটি এন্ডি ফিল্টার, পোট্রেট এবং স্ট্রিট এর জন্যে একটি পোট্রেট লেন্স আর একটি টেলিপোটো জুম লেন্স থাকলেই যথেষ্ট।

৩. আরো ওজন কমাতে চাইলে বর্তমান বাজারে পাওয়া হাইব্রিড লেন্স ব্যবহার করতে পারেন, আমার ট্রাভেল ফটোগ্রাফিতে পছন্দ ক্যাননের ১৮-১৩৫ ইউএসএম লেন্স। তবে সম্ভব হলে সাথে একটা পোট্রেট লেন্স কিন্তু রাখাই যায়।



৪. স্ট্যাবল এবং ভালোমানের অস্ট্রো ফটোগ্রফির জন্যে একটি ট্রাইপড কিন্তু অবশ্যই সাথে রাখতে হবে, ওজন কমাতে গিয়ে সেটাকে আবার বাদ দেবেন না যেনো।

৫. ক্যামেরা দিয়ে ছবি তুলতে গিয়ে আবার ভুলে যাবেন না যে, আপনার পকেটেই কিন্তু আরো একটি ক্যামেরা আছে, সময় বুঝে সেটাকেই কিন্তু কাজে লাগাতে পারেন। কারণ ‘Because device can not make you a better Photographer, its you who make the image great’.

৬. সাথে রাখতে পারেন একটি ড্রোন যদি সেখানে উড়ানোর অনুমতি থাকে, সেক্ষেত্রে অন্য প্রাসপেকটিভ এর ছবি পেয়ে যাবেন।

শুধু ট্রাভেল ফটোগ্রাফি নয় ফটোগ্রাফির আর একটি বড়ো বিষয় হলো আলো, আসলে ফটোগ্রাফি মানেই আলো নিয়ে খেলা। ট্রাভেল এর অতিরিক্ত ওজন কমাতে আমরা এক্সটার্নাল লাইট ব্যাবহার করি না l এ কারণে শুধু এম্বিয়েন্ট আলো বা সাধারণ আলো নিয়েই কাজ করতে হয়। আর এর জন্যে আমাদের একই সাথে থাকতে হবে সময় সম্পর্কে ধারনা। কোন সময় কি ধরনের আলো পাওয়া যাবে, তার উপর ছবির ভাল-মন্দ অনেকটাই নির্ভর করে। আপনি কোন ধরনের ছবি চান সেই অনুযায়ী ট্রাভেলের সময় নির্ধারণ করুন। তবে সকালে এবং বিকেলের গোল্ডেন সময়ে ছবির মান সবচেয়ে ভালো থাকে। একই সাথে ভাল আবহাওয়া ছবি তোলার সঠিক আলো পেতে সাহায্য করতে পারে, সেই জন্যে লোকেশন এ যাবার আগে একটু গুগল করে নিতে পারেন।।




6 views0 comments

留言


bottom of page